অনলাইনে বেতন বিল দাখিল পদ্ধতি, সাবমিট [গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন]

অনলাইনে বেতন বিল দাখিল পদ্ধতি, সাবমিট [গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন]

আপনারা কি জানতে চান? কিভাবে অনলাইনে বেতন দাখিল করা যায়। আজকের এর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করব। আরটিকাটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিতে পরেন।

তাহলে জানতে পারবেন এ সম্পর্কে। এছাড়া এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনলাইনে বেতন বিল দাখিল করার পদ্ধতি সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন জেনে নেই,

সরকারি কর্মকর্তার বেতন বিল। গত মার্চ/২০২০ হতেই অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন অফিসে ইতোমধ্যে এ ব্যাপারে সেল্ফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল শুরু হয়েছে।

অনলাইনে বেতন বিল দাখিল

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব  কিভাবে আপনারা অনলাইনে বেতন দাখিল করবেন। প্রথমে Online Paybill Submission লিখে গুগল করেন

প্রথম লিংক এ যান অথবা সরাসরি www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে। তারপর Register Yourself এ ক্লিক করতে হবে। তারপর সুন্দর একটি ইউজার আইডি সিলেক্ট

করতে হবে নিজের পছন্দ মত। পে ফিক্সেশনের ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর সরবরাহ করতে হবে।মোবাইলে একটি Messege যাবে। যেখানে ইউজার আইডি এবং একটি অটো জেনারেটেড পাসওয়ার্ড দেওয়া থাকবে।

গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন

এখন আপনারা জানতে চান গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল কিভাবে অনলাইনে দাখিল করতে হয়। তা জানা যাবে এই পোস্টের মাধ্যমে প্রথমে কর্মচারীগণ www.ibas.fince.gov.bd লিংকে যাবে

অনলাইনে বেতন বিল দাখিল

অথবা আইবাস 2 লিখে Google করে আই বাস ++ লগইন পেজে যাবেন এবং TA DA Staff login লিংকে ক্লিক করবেন। এক নং ছবিতে দেখানো হয়েছে এক্ষেত্রে কারো ইউজার আইডি বা লগইন আইডি পাসওয়ার্ড লাগবে না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন বিল কিভাবে লিখবেন এবং ফরম ফিলাপ কিভাবে করবেন। তা জানতে আপনারা যারা ইন্টারনেট অনুসন্ধান করছে। তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।

অনলাইনে বেতন সাবমিট

আপনাকে আগে দেখতে হবে এটা কি ভ্রমণ জনিত  নাকি বদলি  জনিত। তারপর ভ্রমণের মাধ্যমে বিমান নাকি অন্যান্য। তারপর ভাতার ধরন, যেমন শুধু টি এ TA শুধু DA নাকি উভয়।

গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন

তারপর যাত্রা আরম্ভর তারিখ ও সময়। এবং স্থান সিলেক্ট করুন। তার পাশেই আছে পৌঁছানোর তারিখ ও সময়। এবং সিলেট করুন বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে

অনলাইনে বেতন বিল দেশে এবং দেশের বাইরে থেকে সাবমিট করতে পারবেন। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বিল অনলাইন করার সুবিধা থাকলেও বর্তমান সকল কর্মকর্তা কর্মচারী এই আওতায় এসেছে।

সরকারি কর্মচারীদের নতুন বেতন বিল ফরম

কিভাবে অনলাইনে বেতন বিল সাবমিট করবেন সে বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য আজকের এই অনুচ্ছেদে তুলে ধরেছি। সরকার সরকারি গেজেটে আদেশ দ্বারা কোনো সরকারি কর্মচারীর বা সব সরকারি কর্মচারী বেতন,

ভাতা, বেতনের গ্রেড বা স্কেল, অন্যান্য সুবিধা ও প্রাপ্যতা বা অবসর সুবিধা সম্পর্কিত শর্ত নির্ধারণ করতে পারবে। নতুন বিল ফরম করতে চাইলে আপনাকে সব বিষয়ে অবগত থাকা লাগবে।

Final Result BD

Welcome to Final Result BD website. All updated information related to schools, colleges and universities are regularly provided on this website.